বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, বলছে পুলিশ।
Published : 11 Feb 2025, 01:18 AM
ঢাকার ফার্মগেট এলাকা থেকে হবিগঞ্জ-২ আসনের টানা তিনবারের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে তাকে আটকের তথ্য দিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, সাবেক সংসদ সদস্য মজিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ডিএমপি তাদের গ্রেপ্তারের তথ্য জানালে সাবেক এই সংসদ সদস্যকে আনতে থানার একটি দল ঢাকায় যাচ্ছে। মঙ্গলবার দুপুরের মধ্যে তাকে হবিগঞ্জে নিয়ে আসা হবে।
এর আগে সন্ধ্যায় ঢাকার সোবহানবাগ থেকে রাঙামাটির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করে ডিবি।
গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। দুদিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
ছয় মাস পেরিয়ে এসেও বিভিন্ন মামলার প্রেক্ষিতে সাবেক এমপি-মন্ত্রীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ ধারায় সোমবার রাতে গ্রেপ্তার হলেন মজিদ খান।
আইনজীবী মজিদ খান ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকেট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে নৌকার প্রার্থী ময়েজ উদ্দিন শরীফের কাছে হেরে যান।
মজিদ খান প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার বাদী এবং দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।