মেয়েটি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানায় পুলিশ।
Published : 07 Mar 2025, 09:51 PM
চাঁদপুরে ‘নির্যাতনের শিকার’ তরুণীর আটক মামা-মামির বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা হয়েছে।
শুক্রবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেয়েটির বাবা আলী আহম্মদ ভুঁইয়া মামলাটি করেন বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান।
২০ বছর বয়সি মেয়েটি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি মো. বাহার মিয়া বলেন, মামলা হওয়ার পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়।
দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পরির্দশনে আসেন এসপি মুহম্মদ আব্দুর রকিব।
তিনি মামলার বিষয়ে খোঁজ-খবর নেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রুজিনার পরিবারের সঙ্গে কথা বলেন।
এসপি বলেন, “বৃহস্পতিবার বিকালে ৯৯৯ কলের মাধ্যমে পুলিশ জানতে পেরে মাদ্রাসা রোড থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানাতে পেরেছি, মেয়েটি গত ১ বছর আগে থেকে তার মামার বাসায় কাজ করে আসছে। মামাত ভাই-বোনকে দেখাশোনা করত। তার ওপর অমানবিক নির্যাতন হয়। তাকে তার বাবা-মা’য়ের সাথে যোগাযোগ করতেও দেওয়া হয়নি।
“এ অবস্থায় মেয়েটি সেখান থেকে পালিয়ে আসে।”
আরো পড়ুন:
ছেলেমেয়ের দেখাশোনার জন্য আনা ভাগ্নিকে 'নির্যাতন', মামা-মামি আটক