চিকিৎসক বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।”
Published : 17 Apr 2025, 09:23 PM
রাজবাড়ীর পাংশা উপজেলায় বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলাশ শিকদার জানান।
নিহত শিশু রোজা ওই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।
রেজাউল ইসলাম বলেন, “দুপুরে রোজা বাড়িতে খেলা করছিল। হঠাৎ সে সবার চোখের আড়াল হয়ে যায়। সবাই রোজাকে খুঁজতে থাকি। একপর্যায়ে পানিভর্তি বালতিতে তাকে পাওয়া যায়। তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলাশ শিকদার বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।”
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “শিশু মৃত্যুর বিষয়টি জানা নেই। বিষয়টি কেউ থানায় জানায়নি।”