তিনজনের মৃত্যু হওয়ার পর স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যান।
Published : 13 Nov 2024, 03:53 PM
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিষপানে মা ও দুই শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নিয়ে এলে তাদের মৃত ঘোষণা করা হয় বলে জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান।
নিহতরা হলো- উপজেলার ঘাটুরা এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪) এবং তাদের দুই কন্যাসন্তান রওজা (৫) ও নওরিন (৩)।
চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, “বিষপান করা এক নারীকে ১১টার কিছু পর হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করতে বলার কিছুক্ষণ পর দুই শিশুসন্তানকে আনা হয়। তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর তাদের মা মারা যান।”
হাসপাতালের জরুরি বিভাগের কর্মচারীরা জানান, স্ত্রী ও দুই শিশুকে নিয়ে স্বামী আশরাফ হাসপাতালে আসেন। সঙ্গে থাকা স্বজনরা জানিয়েছেন, মা তার দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করেন। তিনজনের মৃত্যু হওয়ার পর আশরাফসহ স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
“ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে দুই সন্তানসহ মা বিষপান করেছেন। এ ঘটনায় পলাতক আশরাফ ও স্বজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
তিনটি মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানায় পুলিশ।