মাহফিল চলাকালে হঠাৎ মঞ্চের পাশ থেকে থেকে এয়ারগানের গুলি ছোড়া হয় বলে জানায় পুলিশ।
Published : 06 Jan 2025, 07:09 PM
কিশোরগঞ্জ সদর উপজেলায় ওয়াজ মাহফিল চলাকালে এয়ারগানের গুলিতে মাদ্রাসা পরিচালকসহ দুইজন আহত হয়েছেন।
রোববার রাত ১২টার দিকে উপজেলার কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন।
আহতরা হলেন- উপজেলার চরশোলাকিয়া এলাকায় মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৮) এবং এক বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯)।
ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মাহফিল চলাকালে হঠাৎ মঞ্চের পাশ থেকে থেকে অপরিচিত এক ব্যক্তি এয়ারগানের গুলি ছোড়েন। এতে দুইজন গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা আহতদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের প্রাথমিক দেওয়া হয় বলে জানান তিনি।
গুলিতে আহত মুফতি আল আমিন সাদী বলেন, “মাহফিল চলাকালে আমি মঞ্চের নিচে ছিলাম। এ সময় কে বা কারা গুলি ছোড়ে তা আমাদের জানা নেই।”
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান আবদুল্লাহ আল মামুন।