বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
Published : 17 Dec 2024, 01:46 PM
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার রাত ১টার সময় কোনাবাড়ী দক্ষিণ দেওয়ালিয়াবাড়ী ছাপড়া মসজিদ এলাকায় এ আগুনের ঘটনা ঘটে বলে জানান কাশিমপুর সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন।
তিনি জানান, প্রথমে ওই এলাকার কাউসারের গোডাউনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আরও বেড়ে পাশে থাকা কবির হোসেনের গোডাউনে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয় তারা।
খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ও কাশিমপুর সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা ।
গোডাউনের মালিক কবির হোসেন বলেন, “আমার ভাস্তি জামাই কাউসারের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে পাশে থাকা আমার দুইটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, “গোডাউনগুলোতে গার্মেন্টসের বিপুল ওয়েস্টজ মালামাল ছিল। এছাড়াও ১৫টি সুয়িং মেশিন ও দুইটি কাটিং মেশিন ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। ”
কাশিমপুর সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাড়ে ১৫ লাখ টাকা হবে। তবে মালিক পক্ষের দাবি প্রায় কোটি টাকার মালামাল ছিলো গোডাউনে।