ব্যবসায়ী বলেন, একই কায়দায় কিছুদিন আগে মুজিবনগর ইসলামী ব্যাংক শাখার ভল্ট ভেঙে টাকা খোয়া গেছে।
Published : 04 Mar 2025, 04:35 PM
মেহেরপুরে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখায় ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাতের কোনো এক সময় গাংনী উপজেলার বামন্দী এজেন্ট শাখায় এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান।
ভল্ট থেকে আট লাখ ১০ হাজার টাকা খোয়া গেছে জানিয়ে ব্যাংক ব্যাবস্থাপক হামিদুর রহমান কাজল বলেন, “সোমবার ব্যাংকের কাজ শেষ করে ভল্টে টাকা রেখে কর্মকর্তারা সবাই চলে যান। আজ সকাল ৯টার দিকে ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে দেখেন জানালার গ্রিল কাটা। তিনি দ্রুত ভল্ট কক্ষে গিয়ে দেখেন ভল্ট কেটে টাকা নিয়ে গেছে।
“সেই সঙ্গে চোরেরা নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার ডিভিআরসহ সবকিছু। তবে, গ্রাহকের কোনো টাকা খোয়া যায়নি। গ্রাহকের লেনদেন ঠিকমত হবে।”
ব্যবস্থাপক জানান, ভোল্টে বিভিন্ন এজেন্টের টাকা ছিল। এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা পুলিশ তদন্ত করে দেখছে।
খবর পেয়ে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, গাংনী থানার ওসি বানী ইসরাইল ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যাংকের গ্রাহক সাব্বির হোসেন জানান, তিনি ব্যাংক থেকে টাকা চুরির ঘটনা শুনে নিজের স্বল্প মূলধন ঠিক আছে কিনা জানতে এসেছেন।
তার ভাষ্য, “ব্যাংক সংশ্লিষ্ট কেউ এতে জড়িত কি-না সেটা খুঁজে দেখা দরকার।”
বামুন্দী বাজারের ব্যবসায়ী হোসেন আলী বলেন, ব্যাংক অনিরাপদ হওয়ায় এখন তাদের টাকা নিয়ে তারা শঙ্কিত। কারণ একই কায়দায় কিছুদিন আগে মুজিবনগর ইসলামী ব্যাংক শাখার ভল্ট ভেঙে টাকা খোয়া গেছে।
তিনি অভিযোগ করেন, চরম অব্যবস্থাপনা ও অনিরাপদ ব্যবস্থার মধ্য দিয়ে ব্যাংকটি পরিচালিত হচ্ছিল। তাই কিছুদিন আগে তিনি ব্যাংক থেকে তার টাকা পুরোটাই তুলে নিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, “ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করা হয়েছে। তবে, ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেই।”