টহলরত অবস্থায় ১০ থেকে ১২ জন ছিনতাইকারী অস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ করে।
Published : 27 Dec 2022, 03:02 PM
নরসিংদীতে অস্ত্রের মুখে জিম্মি করে দুই আনসার সদস্যদের কাছ থেকে দুটি শটগান ও গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোরে সদর উপজেলার হাজীপুর ক্যাম্পের বাজার এলাকা বণিক সমিতি আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে নরসিংদী আনসার ক্যম্পের জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ জানান।
তানজিনা বিনতে বলেন, চারজন আনসার সদস্য ফাঁড়ির সামনে টহল দিচ্ছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে ১০ থেকে ১২ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ করে।
“এ সময় দুই আনসার সদস্য দৌঁড়ে সরে যেতে পারলেও বাকি দুজনকে রশিতে বেঁধে তাদের কাছে থাকা দুটি শটগান এবং ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় তারা।”
এ ঘটনায় প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।