ফাঁড়ির ইনচার্জ বলেন, “সেহেরির সময় সবার ব্যস্ততার সুযোগে কক্ষের একটি জানালার রড ভেঙে সে পালিয়ে যায়।”
Published : 24 Mar 2025, 02:32 PM
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির জানালার রড ভেঙে আসামি পালিয়ে গেছে।
রোববার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সোমবার।
ওই ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, “রয়েল (৩৫) নামে ওই যুবক নবাবগঞ্জের কুশদহ ইউনিয়নের কাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আগের কোনো মামলা নেই।
“রোববার শেষরাতে কয়েক বোতল ফেনসিডিলসহ যৌথবাহিনী তাকে আটক করার পর ফাঁড়িতে এনে রাখা হয়। সেহেরির সময় সবার ব্যস্ততার সুযোগে পুরোনো কক্ষের একটি জানালার রড ভেঙে সে পালিয়ে যায়।”
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, “পলাতক আসামিকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।”