পুলিশ জানায়, এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক গ্রেপ্তার করা হয়েছে।
Published : 16 Apr 2025, 06:05 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকল ট্রাকে আরেক ট্রাক ধাক্কায় দুই চালকের মৃত্যু হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই ঘটনা ঘটে বলে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক আবু নাঈম সিদ্দিকী জানান।
নিহতরা হলেন- শরীয়তপুর সদরের মো. সুলতান ঢালী (৫০) ও মো. সুমন মিয়া (৪৪)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক আবু নাঈম বলেন, “ভোরে চট্টগ্রামমুখী ডেডিকেটেড লেনে একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে পড়লে সেটি সরাতে অপর একটি ট্রাকের সঙ্গে শিকল বাঁধার চেষ্টা চলছিল।
“এ সময় আলুবোঝাই কুমিল্লাগামী একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে বিকল এবং উদ্ধারকারী উভয় ট্রাকের চালক গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
তিনি আরও বলেন, বিকল হওয়া ট্রাকটি চালাচ্ছিলেন সুলতান ঢালী এবং উদ্ধারকারী ট্রাকটি সুমন চালাচ্ছিলেন। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক মো. রুবেলকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।
দুপুরে কাঁচপুর হাইওয়ে থানায় নিহত সুলতানের ভাই বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।