সাগরে ৭ লাখ ইয়াবাসহ বস্তা ফেলে পালাল ‘পাচারকারী’

কোস্ট গার্ড জানায়, ধাওয়া খেয়ে সাগরে ফেলে যাওয়া ১০টি বস্তা থেকে সাত লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিটেকনাফ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2023, 04:33 PM
Updated : 28 March 2023, 04:33 PM

কক্সবাজারে টেকনাফ উপজেলায় সাগরে সাত লাখ ইয়াবাসহ দশটি বস্তা ফেলে দিয়ে পালিয়েছেন কয়েকজন লোক, যাদের পাচারকারী বলছে কোস্ট গার্ড।

মঙ্গলবার ভোরে সেন্ট মার্টিন দ্বীপের উপকূলবর্তী দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ অভিযান চালালো হয় বলে জানান কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

কোস্ট গার্ড জানায়, ‘পাচারকারীরা’ পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আব্দুর রহমান বলেন, মঙ্গলবার ভোরে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। মিয়ানমারের দিক থেকে আসা সন্দেহজনক ইঞ্জিনচালিত একটি নৌকা জলসীমার শূন্যরেখা অতিক্রম করতে দেখে কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাঝি নৌকাটি দ্রুত চালিয়ে মিয়ানমারের দিকে পালাতে থাকেন।

"কোস্ট গার্ড ধাওয়া দিলে নৌকায় থাকা লোকজন কিছু বস্তা পানিতে ফেলে দিয়ে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যান। এ সময় ফেলে দেওয়া ভাসমান পলিথিনে মোড়ানো ১০টি বস্তা থেকে সাত লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।"

উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলো টেকনাফ থানায় হস্তান্তর করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।