দুই শিক্ষার্থীই নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
Published : 23 Feb 2023, 10:08 PM
চাঁদপুরে বনভোজনে গিয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু ও এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চাঁদপুরের মোহনপুর পর্যটন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সেখানকার নৌপুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বাবুল বালা জানান।
নিহত শাহরিয়ার ইশতিয়াক শামস (১৬) কুষ্টিয়া জেলার চরহাট গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে।
এ ঘটনায় নিখোঁজ সুস্মিত সাহা (১৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাইতলা এলাকার সুধাংশু সাহার ছেলে। দুই শিক্ষার্থীই নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
নৌ পুলিশের বাবুল বালা বলেন, “নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।”
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থীর অভিভাবক জানান, মোহনপুর পর্যটন কেন্দ্রে বনভোজনের উদ্দেশে সকালে নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে প্রিন্স কামাল ১ নামে একটি লঞ্চ ছাড়ে। দুপুরে মোহনপুর ঘাটে লঞ্চ ভেড়ানোর পরই শিক্ষার্থীরা নদীতে গোসলে নামে। শিক্ষকদের কথায় অন্যরা উঠে গেলেও দুই শিক্ষার্থী স্রোতে ভেসে যায়।
সহপাঠীরা শামসে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম বলেন, “এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। নিখোঁজ অপর শিক্ষার্থীকে উদ্ধারে চেষ্টা চলছে।”