গাজীপুর সিটি নির্বাচন: এক মেয়র প্রার্থীসহ ৩৭ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

নির্বাচনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত মহিলা ৭৭ জন এবং কাউন্সিলর পদে ২৩৯ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2023, 06:22 PM
Updated : 8 May 2023, 06:22 PM

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এক মেয়র প্রার্থীসহ ৩৭ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

সোমবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

তিনি জানান, নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩২৪ জন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭৭ জন ও সাধারণ সদস্য পদে ২৩৯ জন। এর মধ্যে ১৫ নম্বর ওয়ার্ডে একজন প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

মেয়র পদে ৯ জন বৈধ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আব্দুল্লাহ আল মামুন মণ্ডল রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে ফরিদুল ইসলাম জানান।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সেই দিন থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আজমত উল্লা খান (আওয়ামী লীগ), এমএম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. রাজু আহমেদ (জাকের পার্টি), আতিকুল ইসলাম (গণফ্রন্ট) এবং স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন, সরকার শাহনুর ইসলাম ও হারুন অর রশীদ।

আরও পড়ুন:

গাজীপুর সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ মামুন মণ্ডল

গাজীপুর সিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হচ্ছেন ফয়সাল আহমাদ