গাজীপুর সিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হচ্ছেন ফয়সাল আহমাদ

১৫ নম্বর ওয়ার্ডে চারজন বৈধ প্রার্থী ছিলেন; এর মধ্যে তিনজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2023, 04:50 PM
Updated : 8 May 2023, 04:50 PM

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন ফয়সাল আহমাদ সরকার।

এই ওয়ার্ডে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে জানিয়েছেন নির্বাচনের  রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম।

সোমবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এদিন এক স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীসহ ৩৭ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

রিটার্নিং অফিসার বলেন, “১৫ নম্বর ওয়ার্ডে চারজন বৈধ প্রার্থী ছিলেন। এর মধ্যে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে ওই ওয়ার্ডে ফয়সাল আহমাদ একমাত্র প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি ওয়ার্ডটির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন।”

ফয়সাল আহমাদ সরকার বলেন, “নির্বাচনে যারা আমার সঙ্গে প্রার্থী হয়েছিলেন তাদের পরামর্শ নিয়ে ১৫ নম্বর ওয়ার্ডকে একটি মাদকমুক্ত, পরিচ্ছন্ন, আধুনিক ও স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।”

এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আগামী ২৫ মে এ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থী পদে মোট ৩২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।