গরমে মেহেরপুরে গৃহবধূ, সিলেটে রিকশাচালক ও নরসিংদীতে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
Published : 21 Apr 2024, 06:49 PM
দেশের প্রায় সব জেলাতে চলছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। এর মধ্যে মেহেরপুর, সিলেট ও নরসিংদী জেলায় গরমে তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার সকালে থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়।
বৈশাখের শুরু থেকেই বাড়তে থাকা তাপমাত্রা গত কয়েকদিন ধরে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তীব্র গরমের মধ্যে হিটস্ট্রোক, পানিশূন্যতাসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি রয়েছে।
মেহেরপুর
মেহেরপুরের গাংনী উপজেলায় বাড়ির উঠানে কাজ করার সময় এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ৪৫ বছরের শিল্পী খাতুন উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরের স্ত্রী এবং পার্শ্ববর্তী আমতৈল গ্রামের বিল্লাল মালিথার মেয়ে। শিল্পী খাতুনের দুটি ছেলে আছে।
শিল্পী খাতুনের চাচাতো বোন তছলিমা খাতুন জানান, গত কয়েক দিনের মতো রোববার সকাল থেকে শুরু হয়েছে তীব্র তাপদাহ। এর মধ্যে শিল্পী খাতুন নিজ বাড়িতে উঠানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ স্ট্রোক করে মারা যান তিনি।
এর আগে তাপদাহে ৩ দিন ধরে শিল্পী খাতুন জ্বর এবং বমিতে অসুস্থ ছিলেন বলে জানান এই স্বজন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েকদিন যাবৎ মেহেরপুর ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মেহেরপুর জেলার তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান বলেন, জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে। এর মধ্যে গাংনী উপজেলায় নারীর মৃত্যুটি হিটস্ট্রোকে হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে ইউএনও এবং স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট
সিলেট নগরীতে সড়কে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
মৃত আবু হামিদ মিয়া (৩৪) হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের মো. করম আলীর ছেলে।
দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দক্ষিণ সুরমার কাজিরবাজার ব্রিজের পাশে পুলিশ বক্সের সামনে এক অজ্ঞাত পরিচয়ের রিকশাচালক অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হামিদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।”
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, “যে তাপমাত্রায় হিটস্ট্রোক হওয়ার কথা; সিলেটে সে তাপমাত্রা নেই। তবে উনি কত সময় রিকশা চালিয়েছেন বা শরীরের অবস্থা কেমন ছিল তা না জেনে হিটস্ট্রোকে মৃত্যু বলাটা কঠিন।”
নরসিংদী
নরসিংদীর সদর উপজেলায় গরমে অজ্ঞান হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত সাফকাত জামিল ইবান (৩০) মাধবদী থানার ভগীরথপুর গ্রামে মৃত জাকারিয়ার ছেলে। তিনি তৈরি পোশাকের ব্যবসা করতেন।
স্বজনরা জানান, সকালে নারায়ণগঞ্জে মামার বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠানে শেষে নিজ বাড়িতে ফেরেন ইবান। ফিরে আসার পর থেকে অসুস্থবোধ করেন তিনি। শারীরিকভাবে বেশি অসুস্থ হলে তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালেন চিকিৎসক বাশার বলেন, “পরিবারের পক্ষ থেকে জানানো হয় প্রচণ্ড রোদে চলাফেরা এবং গরমে অজ্ঞান হয়ে যায় ইবান। তাকে হাসপাতালে নিয়ে আনার আগেই তার মৃত্যু হয়।
“পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে হিটস্ট্রোক মনে হলেও তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যায়নি।”