ফেনীতে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ২ অটোরিকশা চালক গ্রেপ্তার

গ্রামবাসী দুই জনকে আটক করে গণধোলাই দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2023, 04:04 AM
Updated : 12 May 2023, 04:04 AM

ফেনীর সোনাগাজীতে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই তরুণকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তারা দুই জনই পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। 

বৃহস্পতিবার বিকালে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন। 

ওসি জানান, এ ঘটনায় নির্যাতিত কিশোরীর (১৫) বাবা বাদি হয়ে বৃহস্পতিবার রাতে আটক দুই জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। 

গ্রেপ্তার শাকিব (২১) সোনাগাজী সদর ইউনিয়নের চরখোন্দকার গ্রামের আবদুর রব এবং রাজিব (২০) চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের এতিম আলীর ছেলে। 

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি খালেদ জানান, বৃহস্পতিবার বিকালে দক্ষিণ চরচান্দিয়া গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ওই প্রতিবন্ধী কিশোরী। এ সময় তাকে একা পেয়ে শাকিল ও রাজিব পাশের ভূট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী দুই জনকে আটক করে গণধোলাই দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করে। 

ওসি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। একই দিন নির্যাতিত কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।