রাস্তার পাশে একটি শপিং ব্যাগ থেকে বোমাগুলো উদ্ধার করে পুলিশ।
Published : 05 Dec 2022, 01:58 PM
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে পরিত্যক্ত অবস্থায় নয়টি পেট্রোল ও হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
হরিণাকুণ্ডু থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, রোববার রাতে হরিণাকুণ্ডু পৌরসভার বেল্টু মোড় এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
তিনি বলেন, একটি শপিং ব্যাগ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি পেট্রোল ও ৪টি হাত বোমা উদ্ধার করে। পরে সেগুলো থানায় আনা হয়।
নাশকতার জন্য কেউ এ বোমাগুলো রেখে গেছে যায় বলে ধারণা ওসি সাইফুলের।