“মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় মুখোশধারী ৫/৬ জন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।”
Published : 27 Dec 2024, 07:46 PM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার সময় এক বিএনপি কর্মীকে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে।
শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে নোয়াখালীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক জানান।
নিহত ৩৫ বছর বয়সী কবির হোসেন সুজায়েতপুর গ্রামের নুর নবীর ছেলে।
স্থানীয়দের বরাতে এসপি বলেন, “কবির আলাইয়াপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ের সক্রিয় কর্মী ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা থাকায় এলাকা ছাড়া ছিলেন তিনি। ৫ অগাস্টের পর তিনি এলাকায় ফেরেন।
“শুক্রবার দুপুরে বাড়ির পাশের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় মুখোশধারী ৫/৬ জন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তার বাম পায়ের রগ ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে অটোরিকশায় করে পালিয়ে যায়।”
লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।