“সুজন প্রবাস থেকে স্ত্রীকে টাকা দিতেন, সেই টাকার হিসাব নিয়ে মনোমালিন্য হওয়ায় স্ত্রী তাকে তালাক দেয়।”
Published : 11 Apr 2025, 04:18 PM
মানিকগঞ্জের হরিরামপুরে দাম্পত্য কলহের জেরে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান জানিয়েছেন।
নিহত সুজন মোল্লা (৩২) কদমতলী এলাকার আফজাল মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মুমিন খান বলেন, “সুজন মোল্লার মা-বাবা কেউ বেঁচে নেই। মামার বাড়িতে থাকতেন। তিনি সৌদি প্রবাসী ছিলেন। সম্প্রতি তার স্ত্রী তাকে তালাক দেন।
“সুজন প্রবাস থেকে স্ত্রীকে টাকা দিতেন, সেই টাকার হিসাব নিয়ে মনোমালিন্য হওয়ায় স্ত্রী তাকে তালাক দেয়। এ সব বিষয় নিয়ে একটি চিরকুট লিখে তিনি আত্মহত্যা করেছেন।”
নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।