মামলার বরাতে কুমিল্লার চান্দিনা থানার পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
Published : 18 Mar 2025, 09:53 PM
কুমিল্লার চান্দিনা উপজেলায় সহকর্মীকে গাছে বেঁধে এক নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ সময় নির্যাতনের ভিডিও ধারণ করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার চারজনের নাম উল্লেখ করে জাতীয় পর্যায়ের একটি এনজিওর একজন পুরুষ কর্মী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলে চান্দিনা থানার ওসি নাজমুল হুদা জানান।
মামলার বরাতে পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত। এ সময় তাদের কাছ থেকে টাকাও ছিনিয়ে নেওয়া হয়।
এনজিওর একজন পুরুষ ও নারী একটি গ্রামে কিস্তির টাকা তুলতে তুলতে সন্ধ্যা হয়ে যায়। তারা অফিসে ফিরছিলেন। তখন আসামিরা তাদের পথ আগলে কিস্তির টাকা নিয়ে নেয়। পরে তাদের চোখ ও হাত বেঁধে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়।
সেখানে পুরুষ এনজিও কর্মীকে গাছে বেঁধে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়া হয়। পাশাপাশি নারী সহকর্মীকে নগ্ন করে লাঞ্ছিত ও ভিডিও ধারণ করা হয়। ঘটনা জানালে ভিডিও ফাঁস করার ভয়ও দেখানো হয়।
পরে আসামিরা ওই নারীর কাছে দুই লাখ টাকা দাবি করে। ওই নারী তখন মোবাইলে তার বোনের সঙ্গে যোগাযোগ করেন এবং মোবাইলের মাধ্যমে তাদেরকে ২০ হাজার টাকা দেন।
মামলায় বলা হয়, টাকা পাওয়ার পরও নারীকে শারীরিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে গ্রামের লোকজন টের পেয়ে ডাকাত বলে ধাওয়া করলে নির্যাতনকারীরা পালিয়ে যায়।
মামলার বাদী বলেন, “গ্রামবাসী আমাদের উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।”
চান্দিনা থানার ওসি নাজমুল হুদা বলেন, “হাসপাতালে চিকিৎসা শেষে আমরা তাদেরকে থানায় এনে বিস্তারিত শুনে মামলা নেই। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”