ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে ভাষ্য বিজিবির।
Published : 20 Mar 2025, 02:16 PM
ফেনীর পরশুরাম উপজেলা সীমান্ত দিয়ে ভারতের প্রবেশের সময় এক নাইজেরিয়ার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বুধবার মধ্যরাতে উপজেলার বাউরপাথর এলাকায় থেকে তাকে আটক করা হয় বলে জানান বিজিবি ফেনী-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
আটক ব্যক্তির নাম নওসু ইজুচুকউ ক্যালিস্টাস (২৭)। তিনি নাইজেরিয়ার ওওয়েরি জেলার উমুয়েজেলা ওওয়েরির বাসিন্দা।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময়ে নাইজেরিয়ান ওই নাগরিককে আটক করেন বিজিবি সদস্যরা। তার কাছে পাসপোর্ট, ভিসা বা ট্রাভেল ডকুমেন্টস জাতীয় কোনো কিছুই পাওয়া যায়নি।
তবে তার সঙ্গে থাকা একটি লাগেজে এইচপি মডেলের একটি ল্যাপটপ, কিবোর্ড, মাউস, চার্জার, তিনটি মোবাইল, মোবাইলের ক্যাবল পাঁচটি, তিনটি চার্জার, ৩০ ইউএস ডলার এবং পুরাতন ব্যবহৃত কিছু জামা কাপড় পাওয়া গেছে বলে জানিয়েছে বিজিবি।
নাইজেরিয়ান ওই নাগরিক অজ্ঞাতপরিচয় কয়েকজন বাংলাদেশির সহায়তায় বাউরপাথর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
মালামালসহ ওই ব্যক্তিকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, নাইজেরিয়ার ওই নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।