মোংলা ইপিজেডে ব্যাগের কারখানায় অগ্নিকাণ্ড

সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2023, 02:11 PM
Updated : 31 Jan 2023, 02:11 PM

বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি ব্যাগের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।   

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ‘ভিআইপি লাগেজ’ নামের এই কারখানায় আগুন ধরে। 

ফায়ার সার্ভিসের খুলনা ও বাগেরহাটের ১২টি ইউনিট সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নেভেনি বলে তিনি জানান। 

গোলাম সরোয়ার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে মোংলা ও বাগেরহাটের চারটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকায় পরে খুলনা ফায়ার সার্ভিসের সহযোগিতা চাওয়া হয়। বাগেরহাট ও খুলনার মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।

“কীভাবে আগুনের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছে না। আগুন লাগার সময় ওই কারখানায় শ্রমিকরা কাজ করছিল। আগুন লাগলে শ্রমিকরা নিরাপদে বাইরে বেরিয়ে আসায় মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।” 

তবে কত শ্রমিক ওই সময়ে কারখানায় কাজ করছিলেন তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে; তবে তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মামুন মাহমুদ ইপিজেড এলাকা পরিদর্শন করেছেন। 

কারখানার মালিক ও ইপিজেড কর্তৃপক্ষকে বারবার ফোন দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি।