এ ঘটনায় আহত তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
Published : 10 Apr 2025, 10:38 PM
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও তিনজন।
বৃহস্পতিবার পৌনে রাত ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কে উপজেলার বীর রামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ত্রিশাল থানার ওসি মনসুর আহম্মেদ।
নিহতদের মধ্যে হনুফা গৌরীপুর উপজেলার টাঙ্গাপাড়া এলাকার রিপন মিয়ার স্ত্রী। অপরজন যুবক। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের একজন রিপন মিয়া।
রিপন মিয়া বলেন, স্বামী-স্ত্রী মিলে তারা গাজীপুরের মাওনায় চাকরি করেন। ছোট ভাইয়ের ছেলের বিয়ে উপলক্ষে তারা বাড়ি যাচ্ছিলেন। বিকালে বাসে করে তারা ত্রিশাল যান। পরে সেখান থেকে অটোরিকশায় করে গৌরীপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
পথে পেছন থেকে একটি বাস তাদের অটোরিকশায় ধাক্কা দিলে তার স্ত্রীর মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি।
ওসি মনসুর আহম্মেদ বলেন, নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।