ভবিষ্যতে নিষিদ্ধ এ দলের লোকজন যাতে বাংলার মাটিতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা।
Published : 01 Aug 2024, 07:25 PM
স্বাধীনতার পর দেশে আবার জামায়াত-শিবির নিষিদ্ধ হওয়ায় নেত্রকোণার বীর মুক্তিযোদ্ধারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। স্বাধীনতাবিরোধী এই সংগঠনটির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে ভাষ্য তাদের।
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার মধ্য দিয়ে দেশ অভিশপ্তমুক্ত হল বলে মন্তব্য করেছেন নেত্রকোণা জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শামছুজ্জোহা।
স্বাধীনতাবিরোধী সংগঠনটিকে নিষিদ্ধ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “জামায়াত একাত্তরে ৩০ লাখ মানুষকে হত্যার পাশাপাশি দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি করেছে। বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে। লুটপাট করেছে। এই বাংলায় তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।
“এখনও পাকিস্তানপন্থি এ সংগঠনটি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বছরের পর বছর ধরে নাশকতা, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে। জামায়াত-শিবির দেশে যে অপরাধ করে চলেছে, তার বিচার হওয়া দরকার। এদের বিচারের আওতায় এনে কঠোর সাজা দিতে হবে।”
এখন পর্যন্ত জামায়াতের যে সকল অপরাধীর বিচার হয়নি তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
নেত্রকোণা সদর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়োব আলী বলেন, “১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে জামায়াত যে অপরাধ করেছে, সেই অপরাধীরা বাংলার মাটিতে রাজনীতি করতে পারে না। তারা রাজনীতি করলে আমরা কষ্ট পাই।
“৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমেরর বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ। দেশ যখন উন্নয়নের দিকে ধাবিত হয়, তখন বাধাগ্রস্ত করতে এই জামায়াত-শিবির আগুন দেয়। তাদের রাজনীতি বাংলার মাটিতে প্রয়োজন নেই।”
জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নেত্রকোণার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, “জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় আমরা অত্যন্ত আনন্দিত। এদেরকে আরও আগে নিষিদ্ধ করলে ভাল হত। দেশের উন্নয়নকে ব্যাহত করতে যত নাশকতামূলক কাজ আছে, তার কিছুই বাকি রাখেনি সংগঠনটি।
“কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে সংগঠনটি গত কয়েকদিনে মেট্রো রেল, সেতু ভবন ও বিটিভিসহ গুরুত্বপূর্ণ স্থান ধ্বংস করে দিয়েছে। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় স্বাধীনতাকামী মানুষদের মুক্তিযুদ্ধের চেতনার মূল্যায়ন হয়েছে।”
ভবিষ্যতে নিষিদ্ধ এ দলের লোকজন যাতে আর বাংলার মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সরকারকে সেই ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান এই সাংবাদিক নেতা।