রিয়েল হিরোজ অ্যাওয়ার্ডে যোগ দিতে মালয়েশিয়ায় শাকিব ও দীঘি।
Published : 07 Dec 2024, 08:19 PM
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণেই দেশে আমরা ভালো আছি। তারা আমাদের দেশের রিয়েল হিরো। আমরা তাদের সম্মানিত করতে ও বিনোদন দিতে কুয়ালালামপুরে এসেছি।
প্রবাসীদের নিয়ে ‘রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি’ অংশ নিতে মালয়েশিয়ায় এসে একথা বলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শুক্রবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি।
রোববার টুইন টাওয়ার সংলগ্ন উইসমা এমসিএ’র মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া এ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার মালয়েশিয়া এসে পৌঁছানোর কথা অভিনেতা শাকিব খান।
এর আগে মঙ্গলবার কুয়ালালামপুরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে অনুষ্ঠানের বিস্তারিত জানায় আয়োজক প্রতিষ্ঠান ‘রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিউনিকেশন’।
প্রতিষ্ঠানটির পরিচালক ইফতারুল ইসলাম আনি জানান, বিকাল ৫টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করতেই এ আয়োজন। সেইসঙ্গে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসীর হাতে তুলে দেওয়া হবে ‘রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড’।
শাকিব খান ছাড়াও এ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, ক্লোজআপ ওয়ান শিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা।
আয়োজকরা জানান, আমন্ত্রিত অতিথিদের বাইরে সাধারণ দর্শকরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন অনুষ্ঠানে। তবে প্রবেশ নিশ্চিত করতে আগে থেকে বারকোডের মাধ্যমে নিবন্ধন করতে হবে, অনুষ্ঠানের দিনেও অনুষ্ঠানস্থলে থাকবে নিবন্ধনের সুযোগ।
এবার ‘রিয়েল হিরো অ্যাওয়ার্ডের’ তৃতীয় আসর। এর আগে প্রথম ও দ্বিতীয় আসর সম্পন্ন হয় দুবাইয়ে। এবারই প্রথম মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি।