এর আগে ১৩ এপ্রিলও একটি সুস্থ প্রাপ্তবয়স্ক লজ্জাবতী বানর আলুটিলায় অবমুক্ত করা হয়েছে।
Published : 20 Apr 2025, 08:23 PM
খাগড়াছড়িতে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধারের পর অবমুক্ত করেছে বনবিভাগ।
রোববার বিকালে বানরটি আলুটিলা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে বলে জানান খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।
তিনি জানান, সকালে ভাইবোন ছড়ার সতের মাইল এলাকায় স্থানীয়রা লজ্জাবতী বানরটিকে দেখতে পান। এ সময় বানরের কামড়ে আহত এক ব্যক্তি হাসপাতালে ভ্যাকসিন নিতে আসে।
হাসপাতাল কর্তৃপক্ষ বনবিভাগকে বিষয়টি অবগত করে। পরে গিয়ে সেটি উদ্ধার করে নিয়ে আসা হয়।
১৩ এপ্রিলও একটি সুস্থ প্রাপ্তবয়স্ক লজ্জাবতী বানর আলুটিলায় অবমুক্ত করা হয়েছে। এই বনে এখন দুটি লজ্জাবতী বানর রয়েছে।
Slwo loris বা লজ্জাবতী বানর Primates বর্গের অন্তর্গত Loridae গোত্রের সদস্য।
বিভাগীয় বনকর্মকর্তা ফরিদ মিঞা বলেন, লজ্জাবতী বানর আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ-আইইউসিএন এর ‘লাল তালিকাভুক্ত’ প্রাণী। বানটি মাথাসহ দেহ ৩৩ সেন্টিমিটার লম্বা এবং ওজন প্রায় ১.২ কেজি।
তাদের দেহ হালকা বাদামি থেকে ধূসর রঙের ছোট নরম পশম দিয়ে আবৃত। এদের মাথা গোলাকৃতি, বাদামি রঙের বলয়যুক্ত পেঁচার মতো চোখ, পশমের মধ্যে প্রায় ঢেকে থাকা খাটো লেজ এবং মাথার ওপর থেকে পিঠ পর্যন্ত লম্বা বাদামি দাগ দেখতে পাওয়া যায়।