জানানো হয়, ‘খ’ বিভাগে আমি প্রথম স্থান অর্জন করেছি।
Published : 20 Apr 2025, 08:24 PM
বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের রাণীনগর উপজেলা প্রশাসন চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। আমি অংশ নিই শুধু রচনা প্রতিযোগিতায়।
এর আগেও উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। তবে এবারের বিষয়টি ছিল একটু ভিন্ন।
আমাদের স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকায় পাঠদান তখন বন্ধ ছিল। তাই প্রতিযোগিতার খবরটা আগে জানতে পারিনি। ফলে যেদিন প্রতিযোগিতার খবর জানতে পারি সেদিন থেকেই লিখতে শুরু করি।
সময় কম থাকায় অনেকটা তাড়াহুড়া করেই লেখা শেষ করতে হয়েছে। তবুও মন দিয়ে লিখেছিলাম।
জমা দেওয়ার দিন জানতে পারি, এবার অনেক প্রতিযোগী অংশ নিয়েছে। লেখা জমা দেওয়ার পর থেকে ফলাফলের জন্য খুব করে অপেক্ষা করছিলাম, কখন জানতে পারব কে কে পাচ্ছে পুরস্কার!
অবশেষে ফলাফল ঘোষণার সময় এল। বর্ষবরণের অনুষ্ঠানে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। সেখানে আমার নামও বলা হল। জানানো হয়, ‘খ’ বিভাগে আমি প্রথম স্থান অর্জন করেছি।
মঞ্চে আমার নাম ঘোষণার পর এত আনন্দ হচ্ছিল যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এরপর আমি মঞ্চে উঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করি।
সত্যি বলতে অল্প সময়ে রচনা লিখে পুরস্কার পাওয়াটা আমার ভাবনার বাইরে ছিল।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।