বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢালী ‘আটক’

র‌্যাব সদস্যরা মোহাম্মদপুরের একটি বাসা থেকে মঙ্গলবার দুপুরে ঢালীকে নিয়ে যায় বলে বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন জানান।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2023, 11:17 AM
Updated : 21 Nov 2023, 11:17 AM

খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালীকে র‍্যাব আটক করেছে বলে দাবি করেছে বিএনপি।  

দলটির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন বলছেন, মোহাম্মদপুরের একটি বাসা থেকে মঙ্গলবার দুপুর ২টার দিকে র‌্যাব সদস্যরা ঢালীকে নিয়ে যায়।

আতাউর রহমান ঢালী বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা ছিলেন। আশির দশক বাম ঘরানার ছাত্র সংগঠন নিয়ে ছাত্র মৈত্রী গঠন করা হলে তিনি তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

জাতীয় রাজনীতিতে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন। পরে তিনি যোগ দেন বিএনপিতে।

গত ২৮ অক্টোবরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের নামে কয়েক ডজন মামলা করে পুলিশ। কয়েকটি মামলায় আতাউর রহমান ঢালীকেও আসামি করা হয়।

বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকেও এদিন গ্রেপ্তার করেছে র‌্যাব। হাই কোর্টের একজন বিচারককে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ জন্য আদালতের তলবে হাজির না হওয়ায় মঙ্গলবার ভোরে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।