হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
Published : 15 Nov 2023, 09:06 PM
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।
সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির।
আগামী বছর ৭ জারুয়ারি ভোটের তারিখ রেখে বুধবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বামজোটের সমন্বয়ক ইকবাল কবির বলেন, “নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের জনদাবি উপেক্ষা করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করছে। এটা গ্রহণযোগ্য নয়। আমরা এর প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতালের কর্মসূচি ঘোষণা করছি। আমরা এই তফসিল প্রত্যাখ্যান করছি।”
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ, বাসদের (মার্ক্সবাদ) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী প্রমুখ বক্তব্য দেন।
এদিকে এই হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।