বিএনপির সাবেক এই এমপি বললেন, সংসদ থেকে পদত্যাগে তিনি রাজি ছিলেন না।
Published : 09 Feb 2023, 11:01 PM
বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে দলটিতে থাকা উকিল আবদুস সাত্তার ভূঞা দলীয় সিদ্ধান্ত মেনে সংসদ থেকে করেছিলেন পদত্যাগ; তবে এরপরই বিএনপি ছেড়ে তিনি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সৃষ্টি করেন চমক।
আওয়ামী লীগের প্রার্থী না দেওয়া, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অন্তর্ধানের মধ্যে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নাটকীয় সেই উপ-নির্বাচনে জিতে ষষ্ঠবার সংসদে এলেন উকিল সাত্তার।
পুরনো শপথ নতুন করে নেওয়ার পরদিন বৃহস্পতিবার সংসদের কার্যউপদেষ্টা কমিটিতে নেওয়া হয় তাকে, যে কমিটিতে সভাপতি স্পিকার স্বয়ং, আর সদস্য সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, প্রধান হুইপসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
সেই কমিটিতে স্থান নেওয়ার পর সংসদ অধিবেশনে যোগ দিয়েই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপর আস্থা প্রকাশ করলেন উকিল সাত্তার।
মাত্র কয়েক মাস আগেই সংসদে প্রতিপক্ষ শিবিরে থাকা উকিল সাত্তারকে টেবিল চাপড়ে অভিনন্দন জানান আওয়ামী লীগের সংসদ সদস্যরা।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন উকিল সাত্তার। একবার প্রতিমন্ত্রীও ছিলেন।
২০১৮ সালের নির্বাচনে ৩০০ আসনের সংসদে আওয়ামী লীগের একতরফা জয়ের মধ্যে বিএনপির যে ছয়জন ভোটে জয়ী হন, তাদের একজন উকিল সাত্তার।
সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনে নামা বিএনপি আওয়ামী লীগের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলে গত ডিসেম্বরে উকিল সাত্তারও পদত্যাগপত্র জমা দেন।
চার দশক ধরে বিএনপি করে আসা উকিল সাত্তার বৃহস্পতিবার সংসদে বলেন, অনিচ্ছা সত্ত্বেও পদত্যাগে ‘বাধ্য হয়েছিলেন’ তিনি।
সংসদ থেকে বিএনপির ৭ এমপির পদত্যাগ
বিএনপি ছেড়ে ভোটে লড়তে মনোনয়নপত্র নিলেন উকিল আব্দুস সাত্তার
ভোট থেকে সরলেন ৩ আওয়ামী লীগ নেতা, উকিল সাত্তারকে নিয়ে ‘গুঞ্জন’
উকিল সাত্তারকে পাস করিয়ে আনা হবে: রুমিন ফারহানা
ফিরে এসে আসিফ বললেন, ‘চাপ নিতে না পেরে নিজেই চলে গিয়েছি’
পদত্যাগ করার পর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হলে উকিল সাত্তার প্রার্থী হতে মনোনয়ন ফরম তুললে শুরু হয়ে আলোচনা। উকিল সাত্তার বিএনপি ছাড়ার ঘোষণা দিলে বিএনপিও তাকে পাল্টা বহিষ্কার করে।
এরপর আওয়ামী লীগ সেই আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিলে বিএনপি নেতারা বলেন, উকিল সাত্তারকে পাস করিয়ে আনতে চাইছে সরকার।
এরমধ্যে ভোটের মাঠে কলার ছড়া প্রতীকের উকিল সাত্তারের প্রতিদ্বন্দ্বী হয়ে আসেন বিএনপিরই সাবেক নেতা আবু আসিফ আহমেদকে নিয়ে শুরু হয় নাটকীয়তা।
ভোটের পরদিন পর্যন্ত নিখোঁজ ছিলেন আসিফ। এরমধ্যে প্রায় ৩৫ হাজার ভোটে জিতে ষষ্ঠবার সংসদ সদস্য নির্বাচিত হন প্রবীণ রাজনীতিক উকিল সাত্তার।
ভোটে জয়ের এই কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দিচ্ছেন এই স্বতন্ত্র সংসদ সদস্য।
তিনি সংসদে ফিরে বলেন, “আমি যখন কোনো সিদ্ধান্ত নিই, সেটা সততার সঙ্গে গ্রহণ করি।
“এলাকার উন্নয়নের স্বার্থে পদত্যাগের পরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করি। আল্লাহর রহমতে এ সংসদে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হই। আমার এলাকার জনগণ বুক ভরা আশা নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি আস্থা স্থাপন করে আমাকে বিপুল ভোট আবারও বিজয়ী করে।”
পদত্যাগী উকিল সাত্তার ফের সংসদে
৬ সংসদীয় কমিটি পুনর্গঠন, উকিল সাত্তার কার্যউপদেষ্টা কমিটিতে
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ও বিশ্বাস রয়েছে। নির্বাচনী এলাকার উন্নয়নে সুদৃষ্টি দেবেন। আপনার সুদৃষ্টি এলাকার মানুষের ঐতিহ্য ফিরে পাবে। আপনি বঙ্গবন্ধুর কন্যা, এলাকার মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।”
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিও শ্রদ্ধা জানান এক সময়ের বিএনপির এই নেতা।
বৃহস্পতিবার সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে উকিল সাত্তারসহ নতুন ছয় সংসদ সদস্যই বক্তব্য রাখেন।