রিজভী বলেন, “ভয় পাইয়ে দেয়ার জন্য আবার নতুন করে অদৃশ্য করা আর গুম করার কর্মসূচি তারা শুরু করেছে।”
Published : 07 Nov 2023, 06:30 PM
আন্দোলন দমাতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী নেতাকর্মীদের নতুন করে আবারও গুম করতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিঙে তিনি বলেন, “তিতুমীর কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক ও সাইফুল ইসলামকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়ে এখন পর্যন্ত তাদের খোঁজ দিচ্ছে না। এই যে তুলে নিয়ে যাওয়া, এই যে অদৃশ্য করা, গুম- নতুন করে আবার শুরু হয়েছে।
“কারণ নির্বাচন আসলেই… এই নির্বাচন একতরফা করতে হবে, এই নির্বাচন ভোটারবিহীন করতে হবে, এই নির্বাচনে জনগণকে ভয় পাইয়ে দিতে হবে। এই ভয় পাইয়ে দেয়ার জন্য আবার নতুন করে অদৃশ্য করা আর গুম করার কর্মসূচি তারা শুরু করেছে।”
তরুণদেরকে গুমের লক্ষ্য করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, “আমি অবিলম্বে মাহমুদুল হাসান রফিক ও সাইফুল ইসলামকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জোর দাবি জানাচ্ছি।”
‘অবরোধ কর্মসূচি হবে শান্তিপূর্ণ’
সরকারের পদত্যাগের দাবি ও নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিএনপি বুধবার ভোর ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু করবে।
বিএনপির আন্দোলন শান্তিপূর্ণ হবে উল্লেখ করে রিজভী বলেন, “আমাদের এই অবরোধ কর্মসূচি গণদাবির ওপর ভিত্তি করে। এটা নিছক বিএনপির কোনো দলীয় কর্মসূচি নয়। এটা সামগ্রিকভাবে গোটা জনগণ যে তার মালিকানা বঞ্চিত হয়েছে, যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ দীর্ঘদিন রক্ত ঝরিয়েছে, তাদের ঋণ পরিশোধ করার জন্য বিএনপিসহ সমমনাজোটগুলো এই সংগ্রাম করছে এবং নানা রকমের রাষ্ট্রীয় উৎপীড়নের মুখেও তারা মাঠে আছেন।”
তিনি বলেন, “বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তির যত নেতা-কর্মী রয়েছেন এবং সমমনা দলগুলো যারা সংগ্রামে অংশগ্রহণ করছেন, প্রত্যেকের কাছে আমার আকুল আহ্বান, শত বাধা অতিক্রম করে যেমন কর্মসূচি পালন করে এসেছেন, আবার এই কর্মসূচি পালন করবেন। জনগণকে সাথে নিয়ে পথে পথে বাধা দেবেন, মহসড়কে অবরোধ তৈরি করবেন শান্তিপূর্ণভাবে অবস্থান করে।”