সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী আন্দোলনে গণতন্ত্রের জন্য আত্মাহুতি দেওয়া নুর হোসেন স্মরণে শুক্রবার নানা আয়োজন রেখেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
শুক্রবার সকাল ৯টায় রাজধানীর গুলিস্তানে ‘শহীদ নূর হোসেন চত্বরে’ (জিরো পয়েন্ট) শ্রদ্ধা নিবেদন এবং তার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করবে আওয়ামী লীগ।
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে ‘শহীদ নূর হোসেন দিবস’ যথাযথ মর্যাদার সঙ্গে পালনের আহ্বান জানিয়েছেন।
অন্যান্য রাজনৈতিক দলগুলোও এ দিনে নূর হোসেন চত্তরে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রেখেছে।
১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর ‘জিরো পয়েন্টে’ পুলিশের গুলিতে নিহত হন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কর্মী নূর হোসেন।
তার বুকে-পিঠে সেদিন লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক’ ও ‘স্বৈরাচার নিপাত যাক’। এরপর থেকে প্রতি বছরের ১০ নভেম্বর পালিত হচ্ছে ‘শহীদ নূর হোসেন দিবস’ হিসেবে। আর জিরো পয়েন্টের নাম হয়েছে ‘নূর হোসেন চত্বর’।
সেই আত্মত্যাগের পর স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্রতর হতে থাকলে ১৯৯০ সালের ডিসেম্বরে এরশাদ সরকারের পতন হয়।