শুক্রবার ঢাকাসহ ২৮ মহানগর-জেলায় বিএনপির সমাবেশ

এর মধ্য দিয়ে দেশের সব জেলা-মহানগরে বিএনপির চার দিনের জনসমাবেশ কর্মসূচির শুরু হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2023, 03:05 PM
Updated : 18 May 2023, 03:05 PM

সরকারের পদত্যাগে ১০ দফা দাবিতে শুক্রবার ঢাকাসহ ২৮ মহানগর-জেলায় জনসমাবেশ করবে বিএনপি।

এর মধ্যে রাজধানীতে শ্যামলী ক্লাব মাঠে এই সমাবেশ হবে ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে।

উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বিকাল ৩টায় সমাবেশ শুরু হবে; মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।

রংপুর জেলা ও মহানগর, রাজশাহী জেলা ও মহানগর, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা, সিলেট মহানগর ও জেলা, খুলনা মহানগর ও জেলা, ফরিদপুর জেলা ও মহানগর, কুমিল্লা উত্তর, দক্ষিণ ও মহানগর, নারায়ণগঞ্জ মহানগর ও জেলা, কুড়িগ্রাম জেলা, নওগাঁও, ফেনী, রাঙামাটি, টাঙ্গাইল, মেহেরপুর, মাগুরা, শেরপুর ও ভোলা জেলায় বিএনপির এই সমাবেশ হবে।

গত ১৩ মে ঢাকার নয়া পল্টনের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সারাদেশে জনসমাবেশ করতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেন; শুক্রবার ঢাকাসহ ২৮ মহানগর-জেলার সমাবেশ দিয়ে এর শুরু হচ্ছে।

এর অংশ হিসেবে ২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর, ২৬ মে ঢাকা মহানগর উত্তরসহ ১৯ জেলা এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে এই সমাবেশ করবে বিএনপি।