“রাস্তায় নেমে, রাস্তা দখল করে দাবি আদায় করে আমরা ঘরে ফিরব,” বলেন তিনি।
Published : 07 Nov 2023, 03:43 PM
আওয়ামী লীগ সরকার এখন চাপ টের পাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, “সেলফি তুলে কতদিন ফুরফুরা মেজাজে ছিল..তারপর দেখেন, বুকে ধড়ফড় শুরু হয়েছে। এই যে বাইরে দেখান সাহসী, ভিতরে অত সাহসী না।”
সরকারের পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আমিন বাজারে একটি স্কুল মাঠে সমাবেশে একথা বলেন তিনি।
দুই দিন আগে আমিনবাজারে বিএনপির সমাবেশ মঞ্চ ভেঙে দেওয়ার বিষয়টি তুলে আমীর খসরু বলেন, “আর কোনো অনুমতির (পুলিশের) দরকার হবে না। আগামীতে যে কর্মসূচি আসবে, কেউ কোনো অনুমতি নেওয়ার চেষ্টা করবেন না। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, রাজপথে ফয়সাল করব। রাস্তায় নেমে, রাস্তা দখল করে দাবি আদায় করে আমরা ঘরে ফিরব।”
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খানম রীতা, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, বেনজির আহমেদ টিটো, দেওয়ান মো. সালাউদ্দিন, মহিলা দলের সুলতানা আহমেদ বক্তব্য রাখেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)