রংপুর-৬ আসনেও মনোনয়ন ফরম কিনলেন শেখ হাসিনা

এর আগে তিনি গোপালগঞ্জ-৩ আসনের ফরম কেনেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 06:42 PM
Updated : 19 Nov 2023, 06:42 PM

রংপুর-৬ আসনে (পীরগঞ্জ) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  

দলটির মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন রোববার প্রধানমন্ত্রীর পক্ষে ফরম সংগ্রহ করেন রংপুর আওয়ামী লীগের এক নেতা। 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল আমাদের নেত্রীর পক্ষে রংপুর-৬ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।" 

Also Read: মনোনয়ন ফরম: দুই দিনে আওয়ামী লীগের আয় ১১ কোটি ৪৩ টাকা

এর আগে শনিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করে টানা তিন মেয়াদে ক্ষমতায় দলটি। 

শনি ও রোববার দুই দিনে ২২৮৬টি ফরম বিক্রি করে ১১ কোটি ৪৩ লাখ টাকা আয় করেছে আওয়ামী লীগ।