চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবে আওয়ামী লীগের প্রতিনিধি দল। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
Published : 06 Nov 2023, 10:22 PM
আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বুধবার দেশটিতে সফরে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। গত ছয় মাসের মধ্যে এটি দ্বিতীয় সফর।
দক্ষিণ এশিয়া বিষয়ে একটি সম্মেলনে যোগ দিতে এই আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে দলের নেতারা জানান এই সফরে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হবে চীনের ক্ষমতাসীন দলের সঙ্গে।
সোমবার রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে এই প্রতিনিধি দলে থাকছেন ক্ষমতাসীন দলটির আন্তর্জাতিক উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, তরুণ কান্তি দাস ও সুমন কুন্ডু।
শাম্মী বলেন, “সাউথ এশিয়ান একটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই প্রতিনিধি দল যাচ্ছে। ৮ নভেম্বর বিকাল ৩টার দিকে ঢাকা ছাড়বেন তারা। থাকবেন পাঁচ দিন।”
দলের নেতারা জানান, এই সফরে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবে আওয়ামী লীগের প্রতিনিধি দল। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয় ছাড়াও রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হতে পারে।
ফারুক খানের নেতৃত্বে আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল গত ২২ মে থেকে ৩১ মে ৯ দিন চীন সফর করে। সে সময়ও চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করে এই দলটি।
এরপর জুলাই মাসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর ১২ সদস্যের একটি প্রতিনিধি দল দেশটি সফর করে।
এই সফরে নেতৃত্ব দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।