যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মাশরাফিকে বেছে নিল আওয়ামী লীগ

কমিটিতে সাবেক এ তারকা ক্রিকেটারকে অর্ন্তভূক্ত করার সিদ্ধান্তের কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2022, 04:59 PM
Updated : 26 Dec 2022, 04:59 PM

ক্রিকেটার থেকে সংসদ সদস্য হয়ে রাজনীতিতে নাম লেখানো ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক করা হয়েছে।

সোমবার রাতে গণভবনে সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটিতে সাবেক এ তারকা ক্রিকেটারকে অর্ন্তভূক্ত করার কথা জানান।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটিতে ছিলেন। ২০২০ সালের ডিসেম্বরে নড়াইল ২ আসনের এ সংসদ সদস্যকে ওই কমিটিতে রাখা হয়েছিল।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা হয়, যাতে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

এতে নড়াইল-২ আসনের (সদরের আংশিক ও লোহাগড়া উপজেলা) সাংসদ মাশরাফিকে দলের কার্যনিবাহী কমিটিতে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়।

একাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দিয়ে নড়াইল থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন জনপ্রিয় এ ক্রিকেটার।

২০২১ সালের জুনে নড়াইল জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য হন তিনি।

বৈঠক শেষে গণভবনের গেটে ওবায়দুল কাদের জানান, সভাপতিমণ্ডলীর সভায় কার্যনির্বাহী সংসদের যেসব পদ শূন্য ছিল সেগুলোর মধ্যে যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মাশরাফিকে কমিটিতে নেওয়া হয়েছে।

“বাকি সব পদ পূরণের জন্য সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে," যোগ করেন তিনি।

গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ২২তম সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের পুর্ননির্বাচিত হন।

সেদিন কাউন্সিলে কার্যনির্বাহী সংসদের ৮১ জনের মধ্যে নাম ঘোষণা করা হয় ৪৮ জনের।

সম্পাদকমণ্ডলীর মধ্যে সেদিন শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, যুব ও ক্রীড়া সম্পাদক এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ ফাঁকা ছিল। তখন ঘোষণা করা হয়নি কার্যনির্বাহী সংসদের ২৮ সদস্যের নামও।

আরও পড়ুন

Also Read: আওয়ামী লীগের নতুন কমিটিতে শেখ হাসিনার সঙ্গে এবারও ওবায়দুল কাদের

Also Read: পরিবর্তনে গেলেন না শেখ হাসিনা, কমিটি অপরিবর্তিতই

Also Read: জনতার মুখোমুখি হয়ে প্রশ্নের জবাব দিলেন সংসদ সদস্য মাশরাফি