নির্বাচনি অনুসন্ধান কমিটির সামনে উপস্থিত হয়ে যুবলীগের সাধারণ সম্পাদককে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
Published : 20 Dec 2023, 05:49 PM
নির্বাচনি প্রচারণায় ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
অনুমতি না নিয়ে নির্বাচনি সমাবেশ করায় ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
বুধবার কমিটির সদস্য ঢাকা দায়রা জজ মো. মামুনুর রহমান ছিদ্দিক স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করে আগামী শনিবার কমিটির সামনে উপস্থিত থেকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্বাচনি এলাকা ঢাকা-১৪ আসনের প্রার্থী হিসেবে গত ১৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব অনুমতি না নিয়ে তিনি মিরপুরের হযরত শাহআলী মাজারের মূল ফটকের ভেতরে নির্বাচনি সমাবেশ করেন।
অনুসন্ধান কমিটি জানিয়েছে, এ কর্মসূচিতে নেতাকর্মী-সমর্থকদের বসার জন্য মাজার চত্বরে মূল ফটকের ভেতরে চেয়ার-টেবিলের ব্যবস্থা করা হয় এবং কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন।
সন্ধ্যা সোয়া ৭টায় সভা শেষে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল দলীয় প্রতীক নৌকার সমর্থনে স্লোগানমুখর নেতাকর্মীদের নিয়ে গাবতলী অভিমুখে সড়কে প্রদক্ষিণ করেন। এতে ওই মাজার রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
চিঠিতে বলা হয়, একই দিনে কমিটির অনুসন্ধানে দেখা যায়, নিখিলের পক্ষে রূপনগর আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে ও গাবতলী বাস টার্মিনাল এলাকার হোটেল আরিফ আবাসিকের ভবনে ও সম্মুখভাগে নির্ধারিত মাপের চেয়ে বড় আকৃতির রঙিন ও ব্যানার টানিয়ে বহু সংখ্যক ব্যক্তির ছবি সম্বলিত প্রচারণা চালানো হয়।
“এই ঘটনা দুটি নির্বাচনি আচরণ বিধিমালার বিধি ৬ (খ)/ ৬(গ)/ ৬ (ঘ)/ ১১(খ) ও ৭(৩)/৭(৪)/ ৯(খ) এর সুস্পষ্ট লঙ্ঘন।”
এ কারণে অনুসন্ধান কমিটির সামনে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা-১৪ আসনের এলাকার মধ্যে রয়েছে মিরপুরের একাংশ (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর- ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২) এবং সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন।