চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষের পর আড়াই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
Published : 05 Jan 2015, 10:01 PM
সোমবার সন্ধ্যায় বিএনপি দলীয় কার্যালয়ের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে নাসিমন ভবনের সামনে ‘ইয়াসমিন প্যালেস’ থেকে আটক করা হয় ২৪০ জনকে।
আটকদের মধ্যে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী ও দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি এনামুল হক এনামও রয়েছেন।
আটকদের মধ্যে অধিকাংশ বিএনপি-জামায়াতের কর্মী উল্লেখ করে তিনি জানান, পরে যাচাই করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানান, ইয়াসমিন প্যালেসের বিভিন্ন অফিসে আটককৃতরা আশ্রয় নেয়। পরে সেখান থেকে তাদের আটক করা হয়।
ইয়াসমিন প্যালেস থেকে আটককৃতদের পুলিশের তিনটি প্রিজন ভ্যানে করে এবং আসলাম চৌধুরী ও এনামুল হককে পুলিশের একটি পিকাপ ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হয়।
এর আগে বিকাল পৌনে ৪টার দিকে নগরীর কাজীর দেউড়ি মোড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নেতৃত্বে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এরপর নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনসহ সংলগ্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষকারীরা কয়েকটি গাড়িতে আগুন দেয় এবং বিজয় মেলার কয়েকটি দোকানের কাঠামো পুড়িয়ে দেয়।
এছাড়া রালখান বাজার, ওয়াসা ও চট্টেশ্বরী মোড়ে বেশ কিছু যানবাহন ও বিভিন্ন স্থাপনার কাঁচ ভাঙচুর করে।
এরপর সন্ধ্যার দিকে সমাবেশ মঞ্চ হিসেবে ব্যবহৃত দুটি ট্রাকের নিচ থেকে আটটি পেট্রোল বোমা ও একটি ককটেল উদ্ধার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিমের এসআই সন্তোষ চাকমা।