চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে পণ্ড হয়ে গেছে বিএনপির সমাবেশ।
Published : 05 Jan 2015, 05:39 PM
সোমবার বিকালে নসিমন ভবনের সামনে সমাবেশ শুরু করার ঘণ্টাখানেকের মধ্যে বিকাল ৪টার দিকে সমাবেশস্থলের পাশে একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
পরে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের বছরপূর্তির দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ ঘোষণা দিয়ে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমের প্রতিবেদক জানান, ট্রাকে আগুন দেওয়ার পর পুলিশ সেদিকে এগিয়ে গেলে সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে ওই সমাবেশ শুরুর আগে ওই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে, যা আশেপাশেও ছড়িয়ে পড়ে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মিজানুর রহমান জানান, বেলা সাড়ে ৩টার দিকে কাজীর দেউড়ি এলাকায় শিবিরের কর্মীরা হাতবোমা বিস্ফোরণ ঘটালে পুলিশ সেখানে কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মিঠুন চৌধুরী জানান, ককটেল বিস্ফোরণের পর বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থল ছেড়ে লাভলেইন এলাকার দিকে চলে যায়।
এর কিছুক্ষণের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা।
তিনি জানান, এ সময় অস্থায়ী মঞ্চ থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ডা. শাহাদাৎ হোসেনসহ সমাবেশে আসা নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানালেও শিবির কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পড়ে ট্রাকে করে আমীর খসরুসহ অন্য নেতারা দলীয় কার্যালয়ে আশ্রয় নেয়।
আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সভাসমাবেশ নিষিদ্ধ করা হলেও চট্টগ্রামে শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছিল পুলিশ।