পল্টন থানায় ২০২২ সালের ডিসেম্বরের বিস্ফোরক মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত সাড়ে ১১টায় শাহজাহানপুরের বাসা থেকে তাকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায় বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে কোথায় তুলে নিয়ে গেছে তার হদি এখনও জানানো হয়নি।”
মজনুকে আটকের বিষয়ে পুলিশের ভাষ্য সোমবার সকাল পর্যন্ত পাওয়া যায়নি।
রিজভী বলেন, “এভাবে রাতের অন্ধকারে আটকের ঘটনা গণতান্ত্রিক অধিকারের উপর চরম আক্রমণ। মজনুকে গ্রেপ্তার সরকারের সুপরিকল্পিত চক্রান্তের অংশ।”
মজনুর সন্ধান দাবি করে তিনি বলেন, “আমি রফিকুল আলম মজনুর গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং গোয়েন্দা পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছি, রফিকুল আলম মজনুকে কোথায় রাখা হয়েছে তার হদিস দিয়ে তাকে তার পরিবারে নিকট ফেরত দিন।”