নিজের সমর্থকদের নিয়ে কাউন্সিল করলেন নুরুল হক নুর।
Published : 10 Jul 2023, 11:38 PM
কোন্দলের মধ্যে বাংলাদেশ গণঅধিকার পরিষদের একাংশের জাতীয় সম্মেলন করে দলের সভাপতি হয়েছেন নুরুল হক নুর, সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদ খান।
দেড় বছর আগে গণঅধিকার পরিষদ গঠনের সময় নুর হয়েছিলেন সদস্য সচিব, আর রাশেদ ছিলেন যুগ্ম আহ্বায়ক। আহ্বায়ক করা হয় রেজা কিবরিয়া।
সম্প্রতি রেজা কিবরিয়া ও নুরের বিবাদে পাল্টাপাল্টি অপসারণ ঘটে। এর মধ্যেই রেজাকে বাদ রেখে পুরানা পল্টনের প্রীতম-জামান ভবনে সোমবার দলের প্রথম সম্মেলনে বসে নুরের পক্ষ।
সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নূর সভাপতি ও রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বলে রাতে জানান হয়।
ভোটাভুটির মাধ্যমে গঠিত এই কমিটিতে নির্বাচিতদের নাম ঘোষণা করেন এই নির্বাচন ব্যবস্থাপনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম।
কাউন্সিলে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পাঁচজন প্রার্থী ছিলেন।
সভাপতি পদে নূর ছাড়াও প্রার্থী ছিলেন বায়েজীদ হোসেন শাহেদ ও নাজম-উস-সাকিব। সাধারণ সম্পাদক পদে রাশেদের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান খান, জিলু খানের সঙ্গে হাসান আল মামুনও ছিলেন, যিনি দলের কোন্দলে রেজার পক্ষে ছিলেন।
কাউন্সিলে মোট ভোটার সংখ্যা ছিল ২১৬ জন।
গণঅধিকার পরিষদের নেতৃত্ব থেকে রেজা কিবরিয়াকে বাদ দেওয়ার ঘোষণা নুরপন্থিদের
এবার নুরকে বাদ দিয়ে মামুনকে পদে আনলেন রেজা কিবরিয়া
গণঅধিকার পরিষদে আমিই আহ্বায়ক, নিবন্ধন আমার নামেই হবে: রেজা কিবরিয়া
নুর আওয়ামী লীগের সঙ্গে ‘গোপন আঁতাতে’, অভিযোগ রেজার
কাউন্সিল করছে নুরের গণঅধিকার পরিষদ
রেজা কিবরিয়া এই সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, তিনি এখনও গণঅধিকার পরিষদের আহ্বায়ক রয়েছেন।
আগামী নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে ইসির নিবন্ধন পেতে গণঅধিকার পরিষদ আবেদন করেছেন। সে কারণে সোমবার দলটির কার্যালয়ে ইসির কর্মকর্তাদের পরিদর্শনে যাওয়ার কথা ছিল সোমবার। তবে কাউন্সিলের কারণে তা একদিন পেছানো হয়েছে।
গণঅধিকার পরিষদ গঠিত হয় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের ফোরাম ছাত্রঅধিকার সংরক্ষণ পরিষদের ধারাহিকতায়।
ছাত্রঅধিকার পরিষদের প্যানেল থেকেই ডাকসুতে ভিপি নির্বাচিত হন নুর। তারপর থেকে তিনি সরকারের বিরোধিতায় সরব।
অর্থনীতিবিদ রেজা কিবরিয়া আওয়ামী লীগের ১৯৯৬ সালের সরকারে অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। সংসদ সদস্য কিবরিয়া বিএনপি আমলে ২০০৫ সালে হবিগঞ্জে বোমা হামলায় নিহত হন।
বাবার রাজনৈতিক ধারার বিপরীতে গিয়ে রেজা কিবরিয়া ২০১৮ সালের নির্বাচনের আগে গণফোরামে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিপক্ষে ভোট করেছিলেন।
এরপর গণফোরাম ছেড়ে নুরদের সঙ্গে মিলে ২০১২ সালে গণঅধিকার পরিষদ গঠনে যুক্ত হন তিনি।