মামুন কোটা সংস্কার আন্দোলনে নুরদের সঙ্গেই ছিলেন।
Published : 20 Jun 2023, 11:06 PM
পাল্টা পদক্ষেপে গণঅধিকার পরিষদ থেকে সদস্য সচিব নুরুল হক নুরকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিলেন আহ্বায়ক রেজা কিবরিয়া।
নুরের স্থানে তিনি এনেছেন হাসান আল মামুনকে, যিনি এক সময় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ছিলেন।
মঙ্গলবার রেজা কিবরিয়াকে সরিয়ে রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করে নূরদের সংবাদ বিজ্ঞপ্তি আসার পর নুরকে বহিষ্কার করে মামুনকে দায়িত্ব দেওয়ার সংবাদ বিজ্ঞপ্তি রাতে আসে রেজার তরফে।
গণঅধিকার পরিষদের নেতৃত্ব থেকে রেজা কিবরিয়াকে বাদ দেওয়ার ঘোষণা নুরপন্থিদের
গণঅধিকার পরিষদে আমিই আহ্বায়ক, নিবন্ধন আমার নামেই হবে: রেজা কিবরিয়া
বাংলাদেশে গণঅধিকার পরিষদের প্যাডে রেজা কিবরিয়ার স্বাক্ষরে আসা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গঠনতন্ত্র লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে নুরকে সদস্য সচিব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে হাসান আল মামুনকে দায়িত্ব দিয়ে রেজা বলেন, “পরবর্তী নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত সদস্য সচিব হিসেবে কোটা সংষ্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহবায়ক ও অধিকার পরিষদের অন্যতম প্রধান উদ্যোক্তা হাসান আল মামুনকে (মো. আল মামুন) ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করছি।”
রেজা কিবরিয়াকে সামনে রেখে নূরের নতুন দল
নুরের বিরুদ্ধে অভিযোগের বিবরণে বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র, ২১ দফা কর্মসূচি, লক্ষ্য-উদ্দেশ্য এবং মূলনীতিবিরোধী কাজ করেছেন, দেশের সংবিধান, মুদ্রা ও সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন করেছেন, ইসরায়েলসহ বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন, অনৈতিক আর্থিক লেনদেন করেছেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে সভা ডেকে অবৈধভাবে ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনয়ন দিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতৃবৃন্দের বিরুদ্ধে উষ্কানিমূলক পোস্ট দিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।
নুরের সহযোগী হিসেবে যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকেও তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জানান রেজা কিবরিয়া।
বিজ্ঞপ্তিতে দলের নেতা-কর্মীদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনের আন্দোলন বেগবান করার নির্দেশনাও দেন রেজা কিবরিয়া।
যে উদ্যোগের ধারাবাহিকতায় দুই বছর আগে গণঅধিকার পরিষদ গঠিত হয়, সেই ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন মামুন। নুর ও রাশেদ ছিলেন যুগ্ম আহ্বায়ক। পরিষদের প্যানেল থেকে নির্বাচন করেই ডাকসুর ভিপি নির্বাচিত হন নুর।
ধর্ষণের এক মামলায় গ্রেপ্তার হওয়ার পর মামুনকে ছাত্রঅধিকার পরিষদের আহ্বায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছিল রাশেদকে।
ধর্ষণ: ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব হারালেন মামুন
ডাকসুর ভিপি হিসেবে রাজনৈতিক অঙ্গনে তৎপর হয়ে ওঠা নুর ২০২১ সালের অক্টোবরে গণফোরাম ছেড়ে আসা রেজা কিবরিয়াকে সামনে রেখে গণঅধিকার পরিষদ নামে রাজনৈতিক দলটি গড়ার ঘোষণা দেন।
সম্প্রতি ফরহাদ মজহারদের উদ্যোগে প্রতিষ্ঠিত ইনসাফ কায়েম কমিটির অনুষ্ঠানে যাওয়ার প্রেক্ষাপটে রেজা কিবরিয়াকে আহ্বায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেন নুররা।