নবগঠিত এনসিপিসহ ৪৬টি রাজনৈতিক দল সময় বাড়ানোর আবেদন করেছে। নতুন নিবন্ধন চেয়েছে ৬৫টি।
Published : 20 Apr 2025, 06:49 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময় ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন।
রোববার দল নিবন্ধনের আবেদনের শেষ দিনে সময় বাড়ানোর তথ্য জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, বেশ কিছু দল যেমন নিবন্ধনের জন্য আবেদন করেছে, তেমনি অনেকগুলো দল সময় বাড়ানোর আবেদন করেছে।
"এ পরিপ্রেক্ষিতে ২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বিদ্যমান আইন বিধি অনুযায়ী এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।"
ইসির সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী, নবগঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ ৪৬টি দল সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। আর এখন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নতুন আবেদন পড়েছে ৬৫টি।
তবে এ সংখ্যা আরো বাড়তে পারে কারণ এখনও তালিকা তৈরি হচ্ছে বলে কর্মকর্তারা তুলে ধরেন।
ডিসেম্বরে ভোটের লক্ষ্য ধরে ১০ মার্চ গণবিজ্ঞপ্তি দিয়ে ইসি নতুন দল নিবন্ধনে ২০ এপ্রিল আবেদনের সময়সীমা ঠিক করে দেয়।
এরইমধ্যে নবগঠিত এনসিপির পক্ষ থেকে নিবন্ধন আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর জন্য চিঠি দেয়। নিবন্ধনের আবেদন ও সময় বাড়ানোর দাবিতে আরও অনেক দল কমিশনে আবেদন করেছে।
ঘোষিত সময় ২০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করে বিকাল ৫টার পর সিইসি এএমএম নাসির উদ্দিনের কমিশন সার্বিক বিষয় বিবেচনা করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
৫ অগাস্টের পট পরিবর্তনের এক মাসের মাথায় বিদায় নেন তৎকালীন ইসি। বিদ্যমান আইনের আলোকে এএমএম নাসির উদ্দিন কমিশন গঠিত হয় ২১ নভেম্বর।
বর্তমান ইসির অধীনে ত্রয়োদশ সংসদে নির্বাচন হবে, এ বছরের ডিসেম্বরে ভোট করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন তারা। অন্তর্বর্তী সরকারের তরফে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে।
নতুন রাজনৈতিক দল নিবন্ধনে বিদ্যমান আইন-বিধি অনুযায়ী ১০টি তথ্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। নিবন্ধন ফি হিসেবে দিতে হবে ৫ হাজার টাকা, যা অফেরতযোগ্য।
দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি, তহবিলের উৎস, দল নিবন্ধনের আবেদনকারীর ক্ষমতাপত্র, নিবন্ধন ফি বাবদ অফেরতযোগ্য ট্রেজারি চালানের কপি এবং নিবন্ধনের তিনটি শর্তের মধ্যে যে কোনো একটি পূরণের প্রমাণ জমা দিতে হবে।
নিবন্ধন: আগ্রহী দলের আবেদনের শেষ সময় ২০ এপ্রিল
নতুন রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি আসছে
'সব কিছু মিলিয়ে যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল
ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের আগেই প্রস্তুত থাকতে হবে: সিইসি