ক্ষমতার পালাবদলের পর এক ডজনের বেশি নতুন দলের আবির্ভাব হয়েছে রাজনীতির মাঠে।
Published : 10 Mar 2025, 12:23 AM
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন চেয়ে শিগগির গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “ডিসেম্বরে নির্বাচন করতে হলে আমাদের নিবন্ধনের কাজটা এখনই শুরু করতে হবে। সেক্ষেত্রে বিদ্যমান আইনেই দলগুলোকে আবেদন করতে হবে।”
সোমবার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি আসতে পারে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করার সুযোগ রাখা হবে সেখানে।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।
এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর আদালতের আদেশে নিবন্ধন পায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি)। সব মিলিয়ে এখন নিবন্ধিত দলের সংখ্যা ৪৯।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে বর্তমান ইসির। ডিসেম্বরে ভোট করতে অক্টোবরে তফসিল দেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
নতুন দলের আবেদন নেওয়ার পর তা যাচাই-বাছাই করতে তিন-চার মাস সময় লাগে। সে হিসেবে অগাস্টের মধ্যে কাজটি শেষ করতে চায় বর্তমান কমিশন।
যেভাবে নিবন্ধন
ইসি কর্মকর্তারা জানান, বিদ্যমান আইন-বিধি অনুযায়ী ১০টি তথ্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। নিবন্ধন ফি হিসেবে দিতে হবে ৫ হাজার টাকা, যা অফেরতযোগ্য।
দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি, তহবিলের উৎস, দল নিবন্ধনের আবেদনকারীর ক্ষমতাপত্র, নিবন্ধন ফি বাবদ অফেরতযোগ্য ট্রেজারি চালানের কপি এবং নিবন্ধনের তিনটি শর্তের মধ্যে যে কোনো একটি পূরণের প্রমাণ জমা দিতে হবে।
নিবন্ধনের শর্ত
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কমিশনের তিনটি শর্তের মধ্যে একটি পূরণ হলে একটি দল নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়।
১. দেশ স্বাধীন হওয়ার পর যে কোনো জাতীয় নির্বাচনের আগ্রহী দলটি যদি অন্তত একজন সংসদ সদস্য থাকেন।
২. যে কোনো একটি নির্বাচনে দলের প্রার্থী অংশ নেওয়া আসনগুলোতে মোট প্রদত্ত ভোটের ৫ শতাংশ পায়।
৩. দলটির যদি একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক তৃতীয়াংশ [২১টি] প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা/মেট্রোপলিটন থানায় প্রত্যেকটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত দলিল থাকে।
নতুন দলের নিবন্ধন পেতে তৃতীয় শর্তটি পূর্ণ করতে হবে। ১ ও ২ নম্বর শর্ত নতুন দলের পূরণের সুযোগও নেই।
২০০৮ সালে এটিএম শামসুল হুদা কমিশন আইনি সংস্কার এনে নিবন্ধন প্রথা চালু করে। তাতে তিনটি নিবন্ধন শর্ত দেওয়া হয়। ভোটে নিবন্ধিত দলগুলোকেই অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক। সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে অন্যদের স্বতন্ত্র প্রার্থী হতে হয়।
ক্ষমতার পালাবদলের পর এক ডজনের বেশি নতুন দলের আবির্ভাব হয়েছে রাজনীতির মাঠে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে অভ্যুত্থানের ছাত্রনেতাদের সামনে রেখে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
নতুন দলের জন্য কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির তালিকাসহ শর্তপূরণের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “এবার তো অনেক দল আবেদন করতে পারে বলে মনে হয়। শর্ত পূরণ করতে পারলে আবেদনের নির্ধারিত সময়ের যে কোনদিন করতে পারে। নিবন্ধনও লম্বা প্রসেস। বিদ্যমান আইন-বিধি অনুযায়ীই আমরা করতে চাইব। তারপর দেখা যাক। পরবর্তীতে কোনো সংশোধনী এলে তখন আইন-বিধিমালা পরিবর্তন সম্ভব হলে সে আঙ্গিকে হবে।”
নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৪টি দল ইসির নিবন্ধন পেলেও পরে শর্ত পূরণ না হওয়া, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল করা হয়।
ফের আম প্রতীক নিয়ে দুপক্ষের শুনানি
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) এর দুটি পক্ষ ‘আম’ প্রতীক দাবি করায় তা নিয়ে শুনানি শেষ করেছে ইসি।
রোববার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, এ নিয়ে হাই কোর্টে ও নিম্ন আদালতে মামলা থাকার পাশাপাশি ইসিতেও আবেদন ছিল। এটা সুরাহা করার নির্দেশনা থাকায় দুই পক্ষের শুনানি করা হয়েছে। এখন সিদ্ধান্ত জানানো হবে।
শওকত হোসেন নিলুর নেতৃত্বে এনপিপিকে ২০০৮ সালে ‘আম’ প্রতীকে নিবন্ধন দেয় কমিশন।
পরে ২০১৪ সালে তৎকালীন মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদকে মহাসচিব পদ থেকে বহিষ্কার করে দলটি। এরপর তিনি ইসির কাছে প্রতীকটি নিজেদের বলে দাবি করলেও শুনানি করে নিলুর অংশের দলের কাছে থাকে আম প্রতীক।। ২০১৭ সালে নিলু মারা গেলে দলটির চেয়ারম্যান হন শেখ ছালাউদ্দিন ছালু।
সম্প্রতি ফরিদুজ্জামান ফরহাদ ফের ‘আম’ প্রতীকটি নিজেদের বলে দাবি করে ইসিতে আবেদন করেন।
এনআইডি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি
জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের কাছে রাখতে সরকারকে চিঠি দিয়েছে ইসি সচিবালয়।
ইসির নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআিই) মহাপরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, কমিশনের অবস্থান তুলে ধরে রোববার মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
পুরনো খবর
'সব কিছু মিলিয়ে যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল'
ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের আগেই প্রস্তুত থাকতে হবে: সিইসি