সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একদল আইনজীবী ও ছাত্রদের বিক্ষোভ এবং আল্টিমেটাম প্রদানের ঘটনাতেও উদ্বেগ জানিয়েছেন নেতারা।
Published : 18 Oct 2024, 06:32 PM
শেখ হাসিনা তথা আওয়ামী লীগের ‘স্বৈরশাসনে’র কারণে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ৭ মার্চের ভাষণ ও স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ণের গুরুত্ব নষ্ট হয়ে যায় না বলে মনে করছে বাংলাদেশ জাসদ।
শুক্রবার ‘৭ মার্চ, বঙ্গবন্ধু ও বিচারাঙ্গন প্রসঙ্গে’ শিরোনামে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান।
বাংলাদেশ জাসদের সহ-দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ৭ মার্চ, ৪ নভেম্বর সম্পর্কে নানা মন্তব্য এবং দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীর প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে।
“আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে, শেখ হাসিনা তথা আওয়ামী লীগের স্বৈরশাসন ও ফ্যাসিবাদী দুঃশাসনের কারণে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ৪ নভেম্বরে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের গুরুত্ব নষ্ট হয়ে যায় না। সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এ সম্পর্কে মন্তব্য করার সময় এ বিষয়ে আরও যত্নশীল ও মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রাম বিষয়ে জাতির গৌরববোধকে সম্মান দেবেন বলে আমরা আশা করি।”
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একদল আইনজীবী ও ছাত্রদের বিক্ষোভ এবং আল্টিমেটাম প্রদানের ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করা হয় বিবৃতিতে।
জাসদের দুই নেতা বলেন, "বিচারপতিদের সম্পর্কে কোনো অভিযোগ থাকলে তা নিরসনের জন্য নিয়মতান্ত্রিক পথ অনুসরণ না করে গণজমায়েতের চাপ প্রয়োগ বিচার বিভাগের ক্ষয়িষ্ণু অবস্থাকে মুমূর্ষু করে তুলবে। আমরা আশা করি গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজ অনুকূল পরিবেশ সৃষ্টিতে এগিয়ে আসবেন।”
আরও পড়ুন
হাই কোর্ট ঘেরাওয়ে শিক্ষার্থীরা, আইনজীবীদের বিক্ষোভ মিছিল
আইনজীবীদের অভিযোগের পর হাই কোর্টের সেই বেঞ্চ ভেঙে দিলেন প্রধান বিচারপতি