প্রি-বুকিংয়ে সর্বোচ্চ ১ লাখ টাকার বাড়তি সুবিধা মিলছে।
Published : 27 Apr 2025, 05:47 PM
দেশের বাজারে ১০০ ইঞ্চি আকারের হাইসেন্স টিভি আনার ঘোষণা দিয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স।
কিউ৭ কিউএলইডি মডেলের এ টিভির প্রি-বুকিংয়ে এখন বিশেষ ছাড় মিলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার ঢাকার গুলশান ১ নম্বরে ফেয়ার প্লাজায় হাইসেন্স টিভির এ মডেলটি উন্মোচন করা হয়। কিউ৭ কিউএলইডি টিভির দাম ৪ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা হলেও প্রি-বুকিংয়ে সর্বোচ্চ ১ লাখ টাকার বাড়তি সুবিধা মিলছে।
এর মধ্যে রয়েছে- টি৫৫০ সাউন্ডবার, সিক্রেট রেসিপি কুপন এবং ইস্টার্ন ব্যাংকের ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা। এছাড়া গ্রাহকরা পাবেন গ্রামীণফোন প্লে প্যাক সাবস্ক্রিপশনের ১২ মাসের ফ্রি এক্সেস।
ফেয়ার ইলেক্ট্রনিক্স জানিয়েছে, এ টিভিতে ইন্টিগ্রেটেড স্মার্ট হোম সুবিধা রয়েছে। কোয়ান্টাম ডট প্রযুক্তি ব্যবহারে এই টিভি প্রাণবন্ত ও নিখুঁত রঙের অভিজ্ঞতা দেয়। পরিবেশের আলো ও দৃশ্যের কনটেন্ট অনুযায়ী উজ্জ্বলতা এবং ক্ল্যারিটি সামঞ্জস্য করে এটি। ডলবি ভিশন ও ডলবি অ্যাটমোস, সঙ্গে বিল্ট-ইন ২.১ চ্যানেল সাবউফার- হোম সিনেমা অভিজ্ঞতাকে করে নিখুঁত।
ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দাইয়ান বলেন, “হাইসেন্স ১০০ ইঞ্চি প্লাস টিভি ক্যাটাগরিতে শীর্ষস্থান ধরে রেখেছে। বাংলাদেশে হাইসেন্স দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। এখন আমরা দেশেই সম্পূর্ণ হাইসেন্স পণ্যের উৎপাদন শুরু করেছি, যা কর্মসংস্থান সৃষ্টি করছে এবং রপ্তানির সম্ভাবনা তৈরি করছে।”
হাইসেন্স ইন্টারন্যাশনালের এশিয়া প্যাসিফিক টিভি শাখার জেনারেল ম্যানেজার হ্যারি ওয়াং, কান্ট্রি সেলস ম্যানেজার আর্থার কিউ, ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন, গ্রুপ হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর, ফেয়ার ইলেকট্রনিক্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রোডাক্টস) মুশফিকুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।