ঢাকায় দুঃস্থদের হাতে প্রধানমন্ত্রীর ‘উপহারের’ শীতবস্ত্র

ঢাকার মালিবাগ এলাকার আবুজর গিফারি কলেজ মাঠে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের হাতে কম্বলসহ শীতের নানা ধরনের কাপড় তুলে দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2023, 07:40 AM
Updated : 15 Jan 2023, 07:40 AM

ঢাকায় শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছে আওয়ামী লীগ। 

রোববার সকালে ঢাকার মালিবাগ এলাকার আবুজর গিফারি কলেজ মাঠে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের হাতে কম্বলসহ শীতের নানা ধরনের কাপড় তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাজীবন এ দেশের মানুষের জন্য কাজ করে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, একজন মানুষ না খেয়ে থাকবে না, ঘরবাড়ি ছাড়া থাকবে না, একজন মানুষও শীতে বস্ত্রহীন থাকবে না। শেখ হাসিনা মানুষে ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। 

শীতার্তদের কষ্ট মেনে নেওয়া ‘যায় না’ মন্তব্য করে বিপ্লব বড়ুয়া বলেন, “প্রধানমন্ত্রীর বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। তার (শেখ হাসিনা) ক্ষুদ্র উপহার আপনারা নেবেন।"

ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্রসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।