গত ২৭ ফেব্রুয়ারি তাকে শোকজ নোটিস দিয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
Published : 27 Apr 2025, 03:19 PM
এয়ার টিকেট মজুদদারির অভিযোগে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সদস্য সবুজ মুন্সী সরকারকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার কার্যনির্বাহী কমিটির ষষ্ঠ সভায় তাকে অব্যাহতি দেওয়া হয় বলে আটাব’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সবুজ মুন্সী ‘নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ নামের একটি এজেন্সির মালিক। তার বিরুদ্ধে ওঠা ‘নামহীন গ্রুপ টিকেটিং’সহ বেশ কিছু অভিযোগের বিষয়ে কারণ দর্শাতে ২৭ ফেব্রুয়ারি নোটিস দিয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
আটাব বলছে, শোকজ নোটিস পাওয়ার পর সবুজ মুন্সী নিজেকে বাঁচাতে আটাবের সভাপতি, মহাসচিবসহ কমিটির অন্যদের সহযোগিতা চান। কিন্তু ‘অনৈতিকতার বিরুদ্ধে’ কমিটির ‘জিরো টলারেন্স’ নীতির কারণে তিনি সুবিধা করতে পারেননি।
তাতে ক্ষুব্ধ হয়ে সবুজ মুন্সী সোশাল মিডিয়া, পত্রপত্রিকায় কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে ‘অপপ্রচার ও মিথ্যাচার’ করে যাচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ বিষয়ে জানতে সবুজ মুন্সীর মোবাইলে একাধিকবার কল করা হলেও তার সাড়া মেলেনি।
বেসামরিক বিমান মন্ত্রণালয়ের শোকজ নোটিসে বলা হয়েছিল, এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঠেকানোর নির্দেশনা অমান্য করে সবুজ মুন্সীর ট্রাভেল এজেন্সি ‘গ্রুপ বুকিংয়ের’ নামে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের অনুলিপি না দিয়েই টিকেট বুকিং করে তা উচ্চমূল্যে বিক্রয় করছে।
এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ সংশ্লিষ্ট তদন্ত কমিটি পেয়েছে উল্লেখ করে নোটিসে বলা হয়, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণে কেন সুপারিশ করা হবে না তা সবুজ মুন্সীকে তিন কার্যদিবসের মধ্যে জানাতে হবে।