স্প্যানিশ ফুটবল
বার্সেলোনা কোচের মতে, রেয়াল মাদ্রিদকে হারিয়ে এই শিরোপা জয়ের পর মাটিতে পা রাখতে পারলে, আকাশ ছুঁতে পারবে তার দল।
Published : 27 Apr 2025, 03:19 PM
রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচে রেয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতে আনন্দের শেষ নেই হান্সি ফ্লিকের। তবে উচ্ছ্বাসের সেই জোয়ারে ভেসে গেলে তো চলবে না, মৌসুমে যে আরও দুটি বড় ট্রফি জয়ের সুযোগ আছে তাদের। সেই সুযোগ কাজে লাগিয়ে ট্রেবলের লক্ষ্য পূরণে দলের সবাইকে মাটিতে পা রাখার তাগিদ দিয়েছেন বার্সেলোনা কোচ।
সেভিয়ায় শনিবার শ্বাসরুদ্ধকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়ালকে ৩-২ গোলে হারায় বার্সেলোনা। প্রতিযোগিতাটির ইতিহাসের রেকর্ড চ্যাম্পিয়নদের এটি ৩২তম শিরোপা। ২৪টির বেশি নেই আর কারো।
বার্সেলোনার সামনে সুযোগ রয়েছে লা লিগ শিরোপা পুনরুদ্ধার করার। লিগ টেবিলে দুইয়ে থাকা রেয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও হাতছানি দিচ্ছে কাতালান ক্লাবটিকে। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে আগামী বুধবার সেমি-ফাইনালের প্রথম লেগে লড়বে তারা।
তবে আপাতত সবাই মিলে কোপা দেল রের শিরোপা জয় উদযাপন করতে চান ফ্লিক।
“এটা এক কথায় নিখুঁত একটি রাত। আমি খুব গর্বিত। তারা যা করছে, যেভাবে লড়াই করছে, তা আমার কাছে বিস্ময়কর। তারা যা করে, কখনও হাল ছাড়ে না, এমন মনোভাবের সত্যিই প্রশংসা করি। আমার মনে হয়, ক্লাব, সমর্থকসহ সবাই এই দল নিয়ে গর্বিত।”
“রেয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকোর মতো ম্যাচে শিরোপা জেতা সব সময়ই বিশেষ কিছু। খেলোয়াড়দের জন্য আমি আনন্দিত এবং গ্যালারিতে থাকা হাজার হাজার সমর্থকদের জন্যও, তাদের এই শিরোপাটি প্রাপ্য ছিল। এখন আমাদের অবশ্যই উদযাপন করতে হবে এবং তারপরে লক্ষ্য হওয়া উচিত হবে রিকভার, রিকভার ও রিকভার। ট্রেবল জেতার সুযোগ রয়েছে, কিন্তু আমাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।”
রেয়ালের বিপক্ষে এটা বার্সেলোনার টানা তৃতীয় জয়। আগের দুটি-সান্তিয়াগো বের্নাবেউয়ে লিগ ম্যাচে ৪-০ গোলের ও স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলের জয়।
কোপা দেল রের ফাইনালের প্রথমার্ধেও দাপট দেখায় বার্সেলোনা। পেদ্রির চোখধাঁধানো গোলে গিয়ে থেকে ম্যাচের প্রথম ভাগ শেষ করে তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে রেয়ালের চাপে খেই হারিয়ে ফেলে দলটি। ৮ মিনিটের মধ্যে হজম করে বসে দুই গোল।
সরাসরি ফ্রি-কিক থেকে ক্যারিয়ারে নিজের প্রথম গোলে রেয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে। পরে হেডে দলকে এগিয়ে নেন অহেলিয়া চুয়ামেনি। অনেকটা খেলার ধারার বিপরীতে ৮৪তম মিনিটে ম্যাচে সমতা ফেরান ফেররান তরেস। এরপর অতিরিক্ত সময়ে জুল কুন্দের গোলে জয়ের উল্লাসে মাতে বার্সেলোনা।
দলের এমন হার না মানা মানসিকতায় মুগ্ধ ফ্লিক। জার্মান এই কোচ মনে করেন, এই শিরোপা জয়ের পর নিজেদের শান্ত রাখতে পারলে আকাশ ছুঁতে পারবে তার দল।
“মৌসুমের শুরুতে বলেছিলাম, ড্রেসিংরুমে ভালো পরিবেশ তৈরি করতে সহকারীদের সঙ্গে আমি এখানে এসেছি। আমি তাদের দেখাতে চেয়েছিলাম যে, খেলাটি উপভোগ করা যায় এবং এভাবে সর্বোচ্চ পর্যায়ে খেলা যায়। আমি মনে করি, ড্রেসিংরুমে সেই পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ এবং মূল বিষয়।”
“এমন পরিবেশ অনেক আত্মবিশ্বাস জোগায়। এটা সবার ব্যাপার। স্টাফ, খেলোয়াড়দের... তাদের সবার মানসিকতা দারুণ। তারা যেভাবে ম্যাচটিতে ঘুরে দাঁড়িয়েছে, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার তাদের ইতিবাচক চিন্তা করার ক্ষমতা… ।”
লিগে বার্সেলোনার পরের ম্যাচ ভাইয়াদলিদের বিপক্ষে, আগামী ৩ মে। এরপর মৌসুমের আরেকটি ক্লাসিকোয় রেয়ালের মুখোমুখি হবে তারা ১১ মে, যে ম্যাচটিকে মনে করা হচ্ছে এবারের লা লিগার শিরোপা নির্ধারণী লড়াই।